নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

বন্দরে নিখোঁজের ৩ দিন পর সবজি বিক্রেতার মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ৮ জানুয়ারি ২০২৫

বন্দরে নিখোঁজের ৩ দিন পর সবজি বিক্রেতার মৃতদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদী পরাপারের সময় ট্রলার থেকে পরে গিয়ে নিখোঁজ ঘটনার ৩ দিন পর বন্দরে সবজি বিক্রেতা আমির হোসেন (৫০) এর মৃতদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারী) সকাল ৭টায় শহরের বরফকলঘাটস্থ শীতলক্ষ্যা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। নিহত আমির হোসেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার মৃত জাব্বার আলী মিয়ার ছেলে।

এর আগে গত রোববার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় বন্দর স্কুলঘাটে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী পেশায় একজন সবজি বিক্রেতা। প্রতিদিনের ন্যায় গত রোববার সকাল ৬টায় আমার স্বামী সবজি কেনার জন্য স্কুলঘাট দিয়ে ট্রলার দিয়ে নদী পার হচ্ছিল। ওই সময় আমার স্বামী ট্রলার থেকে পরে গিয়ে নিখোঁজ হয়।

আমিসহ আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করে আমার স্বামীর কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করি। বুধবার সকালে লোক মারফতে জানতে পারে দ্রুত ঘটনাস্থলে এসে  আমার স্বামী মৃতদেহ সনাক্ত করি।