বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের দমন নিপীড়নে অংশগ্রহণকারী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে অর্থ প্রদানকারী ফিরোজ আলমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর এলাকায় এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ইমন মিয়া বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ফকিরাপুলে কুখ্যাত হোটেল ব্যবসায়ী হলেন ফিরোজ আলম। গত ৫ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন নিপীড়নের ইন্ধন দিয়ে সরাসরি অংশ করেছিল।
এবং ঢাকার বাইরের থেকে সন্ত্রাসী বাহিনী ঢাকায় এনে আন্দোলনকৃত সাধারণত ছাত্রদের উপর হামলা চালিয়েছে । শুধু তাই নয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে অর্থ প্রদানকারী ছিল ফিরোজ আলম।
তিনি আরও বলেন, আমি ফকিরাপুল ম্যাচে থাকার সময় ফিরোজ আলমের সকল অপকর্ম দেখে ফেলায় সে আমাকে আমার পরিবারসহ আওয়ামীলীগে লোক দিয়ে অত্যাচার করেন এবং আমাকে সে এলাকা ছাড়া করে দিয়েছিল। আমি আওয়ামী লীগের দোসর ফিরোজ আলমের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতার করে বিচারের দাবি করছি।
এসময়ে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ইমন মিয়া, খোকন ভূইয়া, আব্দুল কাদির, জাকির হোসেনসহ এলাকার সাধারণ লোকজন।