নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে পাঁচটি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ঘোষনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৭, ৮ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে পাঁচটি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ঘোষনা

রূপগঞ্জ উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ঘোষনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে, প্রগতি উচ্চ বিদ্যালয়ে আজিজুর রহমান, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে মঞ্জুরুল আহসান, ইউসূফগঞ্জ স্কুল এন্ড কলেজে আব্দুল হাই খন্দকার, গণবাংলা উচ্চ বিদ্যালয়ে আলমগীর হোসেন ও ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মনির হোসেনকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে। 

প্রগতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নারায়ণঞ্জ জেলা প্রশাসকের শিক্ষা শাখা থেকে ৫টি মাধ্যমিক স্কুলের সভাপতি ঘোষণা করা হয়েছে। 

কমিটি ঘোষণা করায় প্রগতি উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ইউসূফগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আজিজুর রহমান, মঞ্জুরুল আহসান, আব্দুল হাই খন্দকার, আলমগীর হোসেন ও মনির হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও লেখাপড়ার মানোন্নয়নের প্রতি দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান এলাকাবাসী। 
 

সম্পর্কিত বিষয়: