নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫

নবীগঞ্জ চিস্তিয়া দরবারে ৯০তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৩, ৬ জানুয়ারি ২০২৫

নবীগঞ্জ চিস্তিয়া দরবারে ৯০তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত 

বন্দরে নবীগঞ্জ চিস্তিয়া দরবার শরীফে হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি (রঃ) এর  ২ দিন ব্যাপী ৯০তম বাৎসরিক ওরশ মোবারক পালিত হয়েছে।

গত রোববার (৫ জানুয়ারি)  সোমবার (৬ জানুয়ারি)  গভীর রাত ওয়াজ মাহফিল এবং নেওয়াজ বিতরণের মাধ্যমে ওরশ মোবারক পালন সম্পন্ন হয়। শেষ দিনে আখেরী মোনাজাদ পরিচালনা করেন মাওলানা খাজা হেছাম উদ্দিন চিস্তি।

মাওলানা খাজা ফখরুদ্দিন চিস্তির তত্ত্বাবধানে ওরশ মোবারকের প্রথম দিনে ওয়াজ করেন মাওলানা তামীম বিল্লাহ, প্রিন্সিপাল ওবায়দুল্লাগ আশরাফী, মাওলানা রোমান আল কাদরী, মাওলানা বদরুল আলম আল কাদরী। মাহফিল পচিালনা করেন হাফেজ শহীদুল্লাহ।

২য় দিন ওয়াজ করেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী ও মাওলানা মাহবুব আলম। প্রতি বছর নবীগঞ্জে খাজা সামসুদ্দিন শাহ চিস্তি ও খাজা সৈয়দ নাছির উদ্দিন শাহ চিস্তির মাজারের পাশে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিল শেষে নবীগঞ্জ চিস্তিয়া দরবারের খাদেম মাওলানা খাজা ঞেয়াম উদ্দিন চিস্তি আখেরী মোনাজাত পরিচালনা করেন এবং দেশের শান্তি , কবরবাসীর জন্য দোয়া করেন। 
 

সম্পর্কিত বিষয়: