নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

বন্দরে দড়ি সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদের ব্যাটারী চুরি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৫, ৫ জানুয়ারি ২০২৫

বন্দরে দড়ি সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদের ব্যাটারী চুরি

বাসা বাড়িতে চুরি পর  এবার বন্দরে একটি মসজিদের ব্যাটারী চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের মাইকিং করার ব্যাটারী চুরি করে নিয়ে ৩০ হাজার টাকা ক্ষতিসাধন করে।

রোববার (৫ জানুয়ারি) ভোর রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ তিন গুম্বজ জামে মসজিদে এ চুরি ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বন্দরে চোরের উপদ্রুপে চরম ভাবে অতিষ্ট হয় উঠেছে সাধারন জনগন। ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অজ্ঞাত নামা চোরের দল বিভিন্ন পাড়া মহল্লার বাসা বাড়ি এমনকি  মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কৌশলে হানা দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিস পত্র।

এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলামের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।  এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।