নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

চাকুরী জাতীয়করন ও শিক্ষার মানোন্নয়নে

ফতুল্লায় মাদরাসা শিক্ষক সম্মলেন অনুষ্ঠিত

প্রকাশিত:২২:৩৬, ৪ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় মাদরাসা শিক্ষক সম্মলেন অনুষ্ঠিত

বেসরকারী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাদরাসা শিক্ষক সম্মলেন ৪ জানুয়ারি শনিবার সকালে ফতুল্লার মাসদাইর নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।  

শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আন -নূর সোসাইটি  চেয়ারম্যান মাওলানা মঈনউদ্দিন আহমদ বলেন যার যার নিজ নিজ দায়িত্ব দক্ষতা যোগ্যতার সাথে পালন করলেই একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা, প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন প্রতিদিনের রুটিনের তালিকায় আমাদের সবাইকে ব্যক্তিগত ভাবে কুরআন পাঠদান রাখতে হবে, তাহলে নিজ নিজ গুনে গুণান্বিত  হবো। 

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানীর প্রধান বক্তব্যের মাঝে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী উপদেষ্টা মাওলানা আবদুল কাইয়ুম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো আশরাফুল ইসলাম।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী  উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিন মনির, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমূখ।