নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় পুলিশের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার আসামির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫০, ৪ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় পুলিশের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার আসামির সংবাদ সম্মেলন

পুলিশের বিরুদ্ধে এবার সংবাদ সম্মেলন করলেন একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি ফত্ল্লুা এবং ঢাকার কদমতলীর শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মাকসুদুল ইসলাম লিখন।

শনিবার (৪ জানুয়ারি) কুতুবপুর ইউনিয়ন এর চিতাশাল আল্লাহ দান কমিউনিটি সেন্টারে তিনি এ সংবাদ সম্মেলন করেন। বিষয়টি প্রচার পেলে স্থানীয়দের মাঝে বিরুপ পতিক্রিয়ার সৃস্টি হয়।

সংবাদ সম্মেলনে তিনি নিজেকে কুতুবপুর ইউনিয়ন যুবদলের তৎকালীন যুগ্ম আহবায়ক দাবী করে বলেন ২০১৮ সালে ১৭ এপ্রিল রাত আড়াইটায় আওয়ামী পুলিশ লীগ ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল আলম, এসআই এনামুল, এএসআই তাজুল ইসলাম ও এএস আই তারেক আজিজের নেতৃত্বে মাকসুদুল ইসলাম লিখন কে পাঁয়ে গুলি করে হত্যার চেষ্টা করেন। 

তিনি বলেন,  ২০১৮ সালের ১৭ এপ্রিল দুপুরে কুতুবপুরের মুন্সিবা এলাকা থেকে এক বড় ভাইয়ের বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায় ফতুল্লা থানার তৎকালীন এসআই শাফিউল আলম ও তাজুল ইসলাম। 

পরক্ষণিক বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় রাত আনুমানিক দুইটার সময় আমাকে ক্রসফায়ার নামে ২৫ লাখ টাকা চাঁদার দাবি করেন আমি উক্ত চার টাকা দিতে অস্বীকার করায় ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল আলম ও এ এস আই তাইজুল ইসলাম আমাকে হত্যার উদ্দেশ্যে পায়ে গুলি করে। এতে তার সে পঙ্গু হয়ে যায়।

জানা যায় যে, মাকসুদুল ইসলাম লিখন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও সে একজন শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র, মাদক, হত্যার চেস্টা এবং ঢাকার কদমতলী থানায় অস্ত্রসহ চারটি মাদক মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে।