নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

ডিসেম্বর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৩৭ টি মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১০, ১ জানুয়ারি ২০২৫

ডিসেম্বর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৩৭ টি মামলা

গত ডিসেম্বর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৭টি। এর মধ্যে অপহরন মামলা দায়ের হয়েছে  ২টি, পুলিশ আক্রান্ত মামলা ১টি, চুরি ৫টি, ধর্ষন ২টি, নারী ও শিশু নির্যাতন আইনে ১টি ও মাদক মামলা ১২ টি ও আরো অন্যান্য মামলা দায়ের হয়েছে ১৪টি।

তবে গত ডিসেম্বর মাসে বন্দর থানায় হত্যা বা ডাকাতি কোন ঘটনা ঘটেনি।  তবে গত ডিসেম্বর  মাসে  বন্দর থানায় কোন হত্যা বা ডাকাতির কোন ঘটনা ঘটেনি। ১২টি মাদক মামলায় বন্দর থানা পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।

১২টি মাদক মামলায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা  বিভিন্ন স্থানে অভিযান  ৩০ কেঁজি  ৯'শ গ্রাম গাঁজা, ১ হাজার ৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে  সক্ষম হয়।

এছাড়াও বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৬৬ জন ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৬৫ জন ও সাজাপ্রাপ্ত ১৪ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান , বছরের অন্যান্য মাসের তুলনায় গত ডিসেম্বর  মাসে  আইন-শৃঙ্খলা ছিল ভালো। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়: