নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় : মুকুল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:০০, ৩১ ডিসেম্বর ২০২৪

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় : মুকুল

রাষ্ট্রকাঠামো মেরামতে তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যাগে শহর ও বন্দরে লিফলেট বিতরন করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  মহানগর বিএনপি আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশাল নেতাকর্মী নিয়ে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে লিফলেট বিতরন শুরু করে। পরে তিনি শহরের লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ড, ডিগবাবুর বাজার,  নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট ও কালিবাজার এলাকায় পায়ে হেঁটে এ লিফলেট বিতরন করেন ।

লিফলেট বিতরণকালে আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বার্তা সাধারণ জনগনের কাছে পৌছে দেওয়ার জন্য আজ আমরা এখানে সমবেত হয়ে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। 

তারেক রহমানের  ৩১ দফা বাস্তবায়নের বার্তা মধ্যে রয়েছে একটি সুষ্ঠ গনতান্ত্রিক সরকার গঠন করা। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। দেশের সমস্যা দূরকরনের জন্য একটি গনতান্ত্রিক সরকারের প্রয়োজন।

তিনি আরো বলেন, সংস্কার যদি করতে পারতেন তাহলে মন্ত্রনালয়ে আগুন জ্বলে কিভাবে। তাই আমি আপনাদের উদ্দেশ্য বলছি নির্বাচিত সরকার ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়।

ফ্যসিস্ট সরকারের শাসন আমলে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। মামলা খেয়েছি জেলে খেটেছি। এখনো মামলা খাচ্ছি তার পরেও বিএনপি ছেড়ে যায়নি।

ওই সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা বিএনপি সভাপতি এড: বিল্লাল হোসেন, মহানগর বিএনপি নেতা ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড: আনিছ মোল্লা, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদ মেম্বার, সাধারন সম্পাদক হাবিব মেম্বার, সহ সভাপতি সাফি মিয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, বিএনপি নেতা রাজ্জাক, মোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফারুক চৌধুরী, আল মামুন, জুবায়ের চৌধুরী, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ মেম্বার, নূরজ্জামান মোল্লা, মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাসান জামান খোকন, সাবেক সাধারন সম্পাদক মোসলে উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা  ইব্রাহিম খান, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আকবরসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫' শতাধিক নেতৃবৃন্দ। 

সম্পর্কিত বিষয়: