নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জানুয়ারি ২০২৫

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৪

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেপ্তার

বন্দরে ৩শ' গ্রাম গাঁজাসহ  দেলোয়ার (৪৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার বন্দর থানার ধামগড় ইউনিয়নের লাউসার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৫(১২)২৪।

গ্রেপ্তারকৃতকে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে  ১১টায় বন্দর থানাধীন ধামগড় ইউনিয়নের লাউসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার দীর্ঘ দিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।