বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয় ।
এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা হলো বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রনী (৩৪) ও একই এলাকার মৃত মতিউর রহমান মিয়ার ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আফসার (৫০) বন্দর থানার রামনগর এলাকার মনোয়ার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ফয়সাল (৩২) ও একই এলাকার মৃত হনু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আতিয়ার রহমান (৫৫)।