নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

ছিনতাই, ধর্ষন ও হত্যার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে 

ফতুল্লায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১০, ২৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন

সারাদেশে ছিনতাই, ধর্ষন ও হত্যার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশ, ফতুল্লা থানা কমিটি। বৃহস্পতিবার বেলা ১২টায় মাসদাইর পুলিশ লাইন এর সামনে এ মানববন্ধন আয়োজিত হয়। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানা কমিটির যুগ্ন-সদস্য সচিব ছাত্রনেতা শাহিন মৃধা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুক্ত শেখ এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য শেখ সাদি ।

আরো বক্তব্য রাখেন, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক মাহাদী হাসান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতুল্লা, মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। 

এসময় জেলা কমিটির সহ সভাপতি ছাত্রনেতা সৌরভ সেন তার বক্তব্যে বলেন, "গণঅভূত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে। আওয়ামীলীগ তার ফ্যাসিস্ট শাসনামলকে দীর্ঘায়িত করতে আমলাতন্ত্রকে ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্র গুলোকে দলীয়করণের মধ্য দিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করা হয়েছিল।

আর এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কেবল দলীয় পেটুয়া বাহিনীতে রুপান্তর হয়েছিল। কিন্ত '৩৬জুলাই' এর পর থেকে মানুষের মাঝে যে দেশ সংস্কারের আশার সঞ্চার হয়েছিল তার কফিনে পেরেক মারা হচ্ছে প্রতিনিয়ত। আর আমলাদের এরকম নিষ্ক্রিয়তার কারনে এটি আরোও ত্বরান্বিত হচ্ছে।

তিনি আরোও বলেন, সারাদেশে যখন একাধারে ছিনতাই-খুনের অরাজগতা বাড়ছে সেইখানে প্রশাসনের এরকম নীরব ভূমিকা গণঅভুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক।  জনগনের জানমালের নিরাপত্তা দেওয়ার কাজ যদি ঠিকমতো করতে না পারেন কিংবা কোন অদৃশ্য কারনে যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনার পরিনতি স্মরণ করেন।

আর বর্তমানে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যে নতুন করে অরাজগতা সৃষ্টি হচ্ছে তা নিরসনে অগ্রসর হন।"

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে। ৫ই আগষ্টের পর আমাদের পুলিশ সুপারের কাছ থেকে শুনতে হয়েছিলো তারা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোনো একশনে যাবেন না, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

অতিদ্রুত প্রশাসনকে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই কমলমতি তরুণ কিশোররা কিভাবে কিশোর গ্যাং এ রূপান্তর হচ্ছে তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এবং সভাপতি বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানা কমিটির যুগ্ন-সদস্য সচিব ছাত্রনেতা শাহিন মৃধা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও একটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে এই নারায়ণগঞ্জ। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যেই বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান ছিলো তা থেকে বের হতে পারছে না গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশ।

চারদিকে প্রতিনিয়ত গুম,খুন,ধর্ষন হলেও চিহ্নিত আসামীকেও আইনের আওতায় আনতে পারছে না প্রশাসন। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে সংগঠিত অপরাধের সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল হত্যাকারীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এর দাবিতে এই লড়াই করে যাচ্ছে এবং এই লড়াই এর ধারাবাহিকতা বজায় রাখবে।

নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে সংগঠিত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি আমরা।