নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে আবাসন কোম্পানীর সুপারভাইজারকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে আবাসন কোম্পানীর সুপারভাইজারকে কুপিয়ে জখম

রূপগঞ্জে এশিয়ান ডুপ্লেক্স টাউন নামক একটি আবাসন কোম্পানীর সুপারভাইজারকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোনাবো এলাকায় আবাসন কোম্পানির প্রজেক্টে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এশিয়ান ডুপ্লেক্স টাউন আবাসন প্রকল্পে বালু ভরাট ও নির্মাণ কাজে বাঁধা দেন উপজেলার মাহনা গ্রামের মিয়াজদ্দিনের ছেলে হুমায়ুন ভুঁইয়া, মোস্তফা ভুঁইয়া, ইব্রাহিমের ছেলে শাহাদাত, কাঞ্চন দক্ষিণ বাড়ৈপাড়া এলাকার আমাল বক্সের ছেলে মকবুল হোসেন, মিয়াজ উদ্দিনের ছেলে খোরশেদ, মোরশেদ, মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম, বাছেদের ছেলে অন্তর, হুমায়ুনের ছেলে মোকলেছসহ আরো ৭-৮জন। হামলাকারীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক এশিয়ান ডুপ্লেক্স টাউনের ভেতরে প্রবেশ করে আবাসন কোম্পানীর সুপারভাইজার কাজল মিয়া (৪৮) কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে কাজলকে লোহার রড, বাঁশ, ইটা দিয়ে পিটিয়ে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় মুখ, মাথা, শরীরের কয়েকস্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে সুপারভাইজার কাজল মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এশিয়ান ডুপ্লেক্স টাউনের প্রশাসনিক কর্মকর্তা কামাল পাশা জানান, আমাদের আবাসন কোম্পানির প্রজেক্টে প্রবেশ করে কোম্পানির সুপারভাইজার কাজল মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে সন্ত্রাসীরা আহত করে। এ সময় কাজলের সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তিনি আসামিদের গ্রেপ্তার দাবি করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দশজনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭জনকে আসামি করে এশিয়ান ডুপ্লেক্স টাউন নামক আবাসন প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা কামাল পাশা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে ঘটনার সত্যতা পেয়েছেন দাবি করে মামলার তদন্ত কর্মকর্তা ও ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। সকল আসামিকে গ্রেপ্তার করা হবে।   

সম্পর্কিত বিষয়: