নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩২, ২৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি তিন তলা ভবনের মালামাল উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ছায়াপদ দাস (৪৫) ও নীল দাস (৬০)। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বড় পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার।

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যা বালা সাংবাদিকদের জানান, নিহত ছায়াপদ সম্পর্কে তার খালু। তার স্বামী নীল দাস এবং ছায়াপদ দুজনে ইজিবাইক চালক।

পাশাপাশি তারা বাসাবাড়ির মালামাল উঠা-নামার কাজ করেন। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী বড়পুকুর পাড় এলাকায় ফয়সাল আহমেদের নির্মাণাধিন তিন তলা ভবনে নির্মাণ সামগ্রী উঠানোর কাজ করছিলেন। 

এসময় ভবনের কাজের জন্য আনা লোহার রড এবং এঙ্গেল সার্ভিস লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নিহত উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়।

নিহত ছায়াপদ ওই এলাকার মৃত ভেজাল বর্মণ ও নীল দাস হরিস দাসের পুত্র। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার কলেজ পাড়ার কুট্টি ময়নার বাড়ির ভাড়াটিয়া। নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা গার্মেন্টে আয়ার কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ দিতেও কেউ আসেনি। অভিযোগের পরে পরবর্তী করণীয় ঠিক করা হবে।