আড়াইহাজারে নসিমন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মিঠু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও অপরজন উজ্জ্বল।
আহত মিঠু জানান, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে আসলে একটি নসিমন গাড়ি আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোন অভিযোগ নেই। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।