নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ফরিদপুর থেকে ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ফরিদপুর থেকে ডাকাত গ্রেপ্তার

ফতুল্লার সস্তাপুরস্থ ডাইং ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে র‌্যাবের সহায়তায় ফরিদপুর থেকে কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলা কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, র‌্যাবের সহায়তায় ফরিদপুর থেকে কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে সস্তাপুরস্থ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর দিবাগত মধ্য রাতে অজ্ঞাতনামা একদল অস্ত্রধারী ডাকাত সস্তাপুর গাবতলা মোড়স্থ ঢাকা টেক্সটাইল মিলসের মালিক রেজাউল করিম মালার বাসার দ্বিতীয় তলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে।

ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে  ওই ব্যবসায়ীর ছেলে ও ছেলের স্ত্রীকে মারধর করেন এবং ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কবির হোসেন ফেলা ওরফে ডাকাত ফেলার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা, ডাকাতি ও অস্ত্র সহ বহু সংখ্যক মামলা রয়েছে।