নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪

পাগলা বৈরাগীবাড়ি যুব সমাজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৪, ২২ ডিসেম্বর ২০২৪

পাগলা বৈরাগীবাড়ি যুব সমাজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে পাগলা বৈরাগীবাড়ি যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে পাগলা বৈরাগীবাড়িস্থ একটি স্থানীয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো : নুরুল ইসলাম তেলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা,কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো নজরুল ইসলাম মাদবর,সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভা নুরুল ইসলাম নুরু, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ,ফাতেমা নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : বেলায়েত হোসেন কামাল প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান বেপারী,৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিন হোসেন,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সদস্য মাকসুদুল আলম লিখন, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ মতিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঞ্চ,টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , ইয়াসিন রহমান সুমন ও কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইব্রাহিম হাওলাদার। 

 

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ যোদ্ধা ও নারায়ণগঞ্জ এর সমন্বয়ক নাঈমুর রওনক ও সরফরাজ সজিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু সহ বিশেষ অতিথিরা।

সম্পর্কিত বিষয়: