নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৭, ২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যার ঘটনায় মামলা

ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সায়মন বাহিনীর হাতে হোসিয়ারি শ্রমিক সিয়াম (১৮) হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে নিহত সিয়ামের বাবা আব্দুল হালিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে ফতুল্লা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। 

হত্যাকান্ডের সাথে জড়িতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়। তবে এজাহারনামীয় দুই আসামী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের আপন ভাগনে বলে স্থানীয়রা জানায়। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র।

এজাহারে উল্লেখ্য করা হয়,নিহত সিয়াম পেয়ারাবাগানস্থ একটি হোসিয়ারীতে কাজ করতো। শুক্রবার কারখানা বন্ধ থাকায় নিহত সিয়াম সারাদিন বাসায় ছিলো। সন্ধ্যার পর সিয়াম বাসা থেকে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে নিহত সিয়াম তার বন্ধুদের নিয়ে শিয়াচর তক্কারমাঠস্থ বুড়ির গ্যারেজ সংলগ্ন বালুর মাঠে বসে আড্ডা দিচ্ছিলো।

পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত আসামী সায়মন, আল আমিন, নিলয়, সোনাই ওরফে আব্দুল্লাহ, মেহেদী, পারভেজ, আদর, একরাম, মহিউদ্দিন ও সাগর সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জন সন্ত্রাসী ছোড়া,চাকু,রামদা সহ দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর ছেলে সিয়ামসহ তার বন্ধুদের ওপর হামলা করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে। 

এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামিরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার ছেলে সিয়ামের মৃত্যু হয়।

নিহতের মা কাঞ্চন জানান,দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে  পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হেসিয়ারী কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। 

রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে তাকে বাসায় এসে জানায় তাকে জানায় তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারছেনা।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়াম হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন কে আসামি করে আজ (শনিবার) দুপুরে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। অভিয্ক্তু আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।