নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ে সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫০, ২১ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ে সমাবেশ

রাষ্ট্র সংস্কারের লক্ষে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে আলোচনা ও সভা করেছে পিরোজপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদল। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সোনারগাঁ উপজেলার ইসলামপুর হাজী আলী আকবর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম সজীব।

পিরোজপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, থানা কৃষকদলের সভাপতি মো: ইয়াছিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: হাসান, অর্থ সম্পাদক মো: হান্নান মিয়া, যুবদলের সদস্য নোবেল, যুবদল নেতা মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রাকিব হাসান, সদস্য সচিব মো: আরিফ, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, যুবদল নেতা সোহেল প্রমুখ।

সমাবেশে খাইরুল ইসলাম সজীব  বলেন, স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা বিগত ১৭ বছর রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে সর্বক্ষেত্রে দলীয়করণ ও লুটপাট করে দেশের সবকিছু শেষ করে দিয়েছে। তা পুর্নগঠনের জন্য ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।