নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৮, ১৯ ডিসেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ  মোঃ সামাদ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মো. সামাদ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মোঃ মুজাফফর মিয়ার পুত্র।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানার আসারিয়ারচর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর  স্বাধীন সার্ভিস (দাউদকান্দি টু কুমিল্লা) নামের যাত্রী বাহী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল সহ মোঃ সামাদ কে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে।