আড়াইহাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ( ওকাপ) এর আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বুধবার ( ১৮) ডিসেম্বর) সকাল ১১ টায় আড়াইহাজার ওকাপ কার্যালয়ে ওকাপ এর আড়াইহাজারের ফিল্ড অফিসার মো. আমিনুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে র্যালী প্রদর্শণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান,ওকাপের আড়াইহাজারের ফিল্ড অর্গানাইজার মো. সেবাহান আলীসহ ১০ টি ইউনিয়নের ও ২ টি পৌরসভার অভিবাসী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।