নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

ভালো মানুষ ও যোগ্য ব্যক্তিদের সম্মান ও মর্যাদার কদর দিতে হবে : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫২, ১৭ ডিসেম্বর ২০২৪

ভালো মানুষ ও যোগ্য ব্যক্তিদের সম্মান ও মর্যাদার কদর দিতে হবে : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আপনারা সকলেই জানেন যে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর প্রথম বিজয় আমরা উদযাপন করি।

দীর্ঘ অনেক বছর অতিবাহিত হয়েছে, অনেক বিজয় দিবস অতিবাহিত হয়েছে। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর আজকের এই বিজয় দিবস নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে, দীর্ঘদিন স্বৈর শাসনের কারনে দেশের অধিকাংশ মানুষ বিজয় দিবসের আনন্দ করতে পারে নাই, বিজয় দিবসে অংশ গ্রহন করতে পারে নাই। কারন এমন স্বৈরাচার ছিলো, যে স্বৈরাচার মানুষ খুন করতে দ্বিধা বোধ করে নাই, অসংখ্য মানুষের প্রান নিয়েছে। 

প্রতি বছরেই বিজয় দিবস এসেছে আমরা যারা নির্যাতিত ছিলাম এই বিজয় দিবসে আমরা হাটতে পারি নাই। মুক্তিযোদ্ধা হয়েও আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে দেশ স্বাধীন করেছি তারা আমরা কোন অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারি নাই।

সে জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ অসংখ্য মানুষের দোয়া কবুল করেছেন। স্বৈরাচার পতনের পর ২০২৪ সালের আজকের এই প্রথম ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবস, এলাকার মানুষ, দেশের মানুষ এই বিজয় দিবস আনন্দ উল্লাসে মধ্যদিয়ে পালন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের আয়োজনে ১৬ ডিসেম্বর ৫৩ তম মহান বিজয় দিবসের উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি আলহাজ এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএমএ মান্নান, উপদেষ্টা মোঃ সামসুদ্দিন আহম্মেদ, উপদেষ্টা মোঃ মিজানুর রহমান (মাষ্টার), সিদ্ধিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাজী আশেক মাহমুদ, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বাবু অনুপ কুমার দাস, সিদ্ধিরগ থানা বিএনপির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি যুগ্ন সম্পাদক জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল হক বীরবল, প্রবীন ফুটবলার মোঃ চাঁন মিয়া চান্দু, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সদস্য বিমল চন্দ কর্মকার পল্টু, সদস্য শিশির ঘোষ অমর, ইব্রাহিম খলিল রাসেল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন যোগ্য ব্যাক্তিদেরকে সম্মান ও মর্যাদা দেওয়ায় আজকের আয়োজনে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সকল কর্মকর্তাদের প্রতি অভিনন্দন জানিয়ে আরও বলেন, সমাজের ভালো মানুষ ও যোগ্য ব্যক্তিদের সম্মান ও মর্যাদার কদর দিতে হবে।