আড়াইহাজার উপজেলার কড়ইতলা ইসলামপুরে খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়ার ৫৩ তম বার্ষিক ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) বাদ আছর হতে গভীররাত পর্যন্ত রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসা সভাপতি অধ্যক্ষ ডা. মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মাওলানা মাছুম বিল্লাহ এর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোঃ এমদাদুল্লাহ শাজলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদেমুল মিল্লাহ মাওলানা হাবিবুল্লাহ মোঃ কুতুবুদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মোঃ মাইন উদ্দীন শাজলী, মাওলানা নূর মোহাম্মদ জুনায়েদ, মাওলানা আবু বকর ছিদ্দিক আল-আযহারী, অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল্লাহ। ওয়াজ করবেন মাওলানা মোঃ মোজাম্মেল হক, মাওলানা মোঃ আশরাফ উদ্দিন, মাওলানা মোঃ রেজাউল করিম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মু'তাছিম বিল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুকী, মাওলানা মুফতি এমদাদুল হক। ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে মাহফিলে শরীক হন।