নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

বন্দরে দিন দুপুরে ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক চুরি 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২১, ১৭ ডিসেম্বর ২০২৪

বন্দরে দিন দুপুরে ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক চুরি 

বন্দরে দিন দুপুরে এক ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত  চোরের দল কৌশলে ফ্লাটে প্রবেশ করে কাঠের আলমারিতে রাখা ৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র ও নথিপত্র চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ব্যবসায়ী স্ত্রী জিয়াসমিন আক্তার জলি বাদী হয়ে চুরির ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল  পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান বেপারী স্ত্রী জিয়াসমিন আক্তার জলি মঙ্গলবার সকাল ১০টায় তাদের বাড়ি নির্মানের বিভিন্ন জিনিসপত্র ক্রয় করার জন্য ঘারমোড়া বাজার এলাকায় আসলে ওই সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে আমার বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা ও উল্লেখিত স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা মালামালসহ বিভিন্ন নথিপত্র চুরি করে নিয়ে যায়। 

সম্পর্কিত বিষয়: