নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় জনতার গণধোলাইয়ে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৪, ১৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় জনতার গণধোলাইয়ে ছিনতাইকারী নিহত

ফতুল্লার দূর্ধর্ষ ছিনতাইকারী কামরুল(২৭) গণপিটুনিতে নিহত হয়েছে। রোবাবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীনবস্থায় মারা যায়। এর আগে বেলা একটার দিকে  শিয়াচর তক্কার মাঠ এলাকায়  সে গণপিটুনির শিকার হয়।

নিহত কামরুল চাদপুর জেলার হাইমচর  থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারি ওরফে হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের পুত্র। তারা স্ব পরিবারের শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করে। জানা যায়,নিহত কামরুল একজন পেশাদার ছিনতাইকারী।  তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাদাবাজী,অপহরন সহ বহু সংখ্যক মামলা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম জানান,গনপিটুনীর শিকারের পর সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ  হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

যতোটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ সহ ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি আইনিপক্রিয়াধীন রয়েছে।