নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় জলাবদ্ধতার স্থায়ী নিরসনের দাবিতে মানবববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১০, ৯ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় জলাবদ্ধতার স্থায়ী নিরসনের দাবিতে মানবববন্ধন

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং আমতলা এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছি। জলাবদ্ধতার কারণে আমাদের ছেলে মেয়রা অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। কিন্তু এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন চাই। 

সমাজকল্যাণ পরিষদের এনায়েতনগর ইউনিয়ন সভাপতি মাওলানা মো ইউনুছ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো দেলোয়ার হোসেন গাজী, মো ওয়ালিউল্লাহ, মো কামাল, মো শোভন, মামুন, হাফেজ মাওলানা মো আবদুল্লাহ, মো হাবিবুর রহমান, মো মানিক ও মো খলিলুর রহমান খান সহ ভুক্তভোগী এলাকাবাসী।

মাওলানা মো ইউনুছ আলী বলেন, একজন মানুষ অসুস্থ হলে জলাবদ্ধতার কারণে হাসাপাতালে নেয়া যায় না। সাঁকো দিয়ে বাড়ি ঘরে যেতে হয়। জলাবদ্ধতার কারণে অনেক মানুষ নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় ভাড়া থাকছেন। যারা এখানে থাকছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে একজন অসুস্থ মানুষ সাঁকো থেকে পড়ে গিয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। আমরা এই জলাবদ্ধতার নিরসন চাই। আমরা এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে চাই। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিবেন।