নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা, ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৯, ৯ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা, ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে দূর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশধারি দূর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে সমন্বয়কদের জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ১০ হাজার  টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত দুইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ঢালে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে কেউ আহত হন নি। 

ঘটনার পর গাড়িতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে ভিডিও সহ ছিনতাইয়ের ঘটনার বিষয়টি প্রকাশ করেন। 

এসময় তিনি জানান, রাত একটার সময় তার নেতৃত্বে তিন নারী সমন্বয়ক সহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ভাড়া করা একটি  মাইক্রোবাসে চড়ে বান্দরবানের লামার উদ্দেশ্যে  রওনা দেন। রাত দুইটায় তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে পৌঁছলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের বাম পাশের জানালার কাঁচ ভেঙে তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সমন্বয়কদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহ মাইক্রোবাসটি জব্দ করে। তবে পুলিশ পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সমন্বয়কদের ৩ নারী সদস্য ঢাকায় ফিরে যান এবং অপর ৫ জন আরেকটি মাইক্রোবাস ভাড়া করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, হামলায় ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।