নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪১, ৭ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত 

সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির (রে:জি নং-৩২৩৪) উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বাদ আসর গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার হলরুমে এ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো: হাফেজ আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক মো:আলমগীর হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন  ট্যাংকলরী মালিক ও শাখা কমিটির সদস্য ইয়ার হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, মোসলে উদ্দিন, আব্দুল মতিন, বাচ্চু মিয়া, রিপন কাজী, হারুনর রশীদ প্রধান প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: