নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৭, ৫ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত 

সোনারগাঁয়ে কভার্ডভ্যান চাপায় নিতাই বর্মন (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সোনারগাঁ থানার সামনে কভার্ডভ্যানটি সামনে থেকে   অটোরিকশাটিকে চাপা দিলে এ ঘটনাটি ঘটে।

নিহত নিতাই বর্মন উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের উমেষ বর্মনের ছেলে। ঘটনার পর কভার্ডভ্যান চালক জামান মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে সন্ধ্যা যাচ্ছিল। এসময় সোনারগাঁ থানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। 

এসময় অটোচালক ছিটকে কভার্ডভ্যানের নিচে চাপা পরে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা কভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।