নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জপুলে বিএনপি নেতা পরিচয়ে জামালের চাঁদাবাজি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০০, ৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জপুলে বিএনপি নেতা পরিচয়ে জামালের চাঁদাবাজি

সিদ্ধিরগঞ্জ পুলে বিএনপি নেতা পরিচয়ে জামাল ওরফে শেখ জামাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। 

জানাগেছে, সিদ্ধিরগঞ্জ পুলের ফুটপাতের দোকান ও রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকেও হুমকি-ধমকি ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে জামাল। কোন দোকান থেকে ২ হাজার টাকা, ৩ হাজার টাকা, ৫ হাজার টাকা আবার কোন দোকান থেকে ৬ হাজার টাকা নিচ্ছে। ভ্যান গাড়ী থেকে ১০০ টাকা, ১৫০ টাকা করে উত্তলন করছে এই চাঁদাবাজ জামাল।

চাঁদাবাজ জামাল নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হুমকি ধমকি দিচ্ছেন। চাঁদাবাজ জামাল এদিক-সেদিক ঘুরাঘুরি করে সন্ধ্যা হলে ফুটপাতের দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে অভিনব কৌশলে দোকানের কাস্টমার-ক্রেতা সেজে টাকা উঠায়। 

এদিকে গত ৫ আগষ্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সভা, সমাবেশে চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দিলেও থেমে নেই জামালের চাঁদাবাজি। সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ চক্রটি দিন দিন ভয়ংকর ভাবে বেপরোয়া হয়ে উঠেছে।  

ব্যবসায়ী ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানায়, অনেক কষ্টের বিনিময়ে আমাদের এখানে ব্যবসা করতে হয়, সংসার চালাই, ছেলে-মেয়েদের পড়া লেখা করাই। তাই চাঁদাবাজদের ভয়ে কিছু বলতে পারিনা, বললে এখান থেকে উঠিয়ে দেবে আমরা কি করমু। আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখায় বাধ্য হয়ে তাকে টাকা দিতে হয়। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডে গড়ে উঠেছে চাঁদাবাজ। এ ওয়ার্ডের এলাকায় বিভিন্ন নিরিহ মানুষের উপর অবাধ বিচরণ বেড়েছে এ এলাকায়। 

এছাড়া একাধিক দোকান অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, কোন দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজ জামাল নানা কৌশলে চাঁদাবাজি করছে। চাঁদাবাজদের উৎপাতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। দোকান বসিয়ে সাধারণ নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায় করছে এ চাঁদাবাজ জামাল।

ব্যবসায়ী, স্থানীয় ও সাধারণ মানুষ দ্রুত এসব চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।