সোনারগাঁ উপজেলায় বিচার সালিশ থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি গত সোমবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চরসফিকা এলাকায় ঘটে। এ ঘটনায় আহত শিখা বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে শিখা উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চরসফিকা গ্রামের বাসিন্দা তিনি। আসামীদের সাথে পূর্ব থেকে বিরোধ রয়েছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বিচার সালিশ থেকে বাড়ি ফিরছিলেন তিনি ও তার ভাই হাছান।
বিচার সালিশের রায় আসামীদের বিপক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনের নেতৃত্বে জসিম, রাকিব ও তমুজ উদ্দিন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাই হাছানের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
এসময় আমার ভাইকে বাচাঁতে গেলে আমার উপরও হামলা চালিয়ে আহত করে সাথে থাকা স্বর্ণের চেইন ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এসময় আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে একদিন চিকিৎসার পর বাম কানে গুরুতর আহত হওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাছান বলেন, আমি ও আমার বোন বিচার সালিশ থেকে বাড়ি ফেরার পথে আসামী আলাউদ্দিনের নেতৃত্বে আমাদের উপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যাইনি।
এবিষয়ে মোগরাপাড়া ইউপি সদস্য মো:মানিক মিয়া বলেন, আহতরা বিচার সালিশের কোনো পক্ষ ছিলনা। বিচারের বাদি আলাউদ্দিন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে পিটিয়ে আহত করেছে। বিষয়টি খুবই দু:খজনক।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।