নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪

বন্দরে ২০ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ৩  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৯, ২৬ নভেম্বর ২০২৪

বন্দরে ২০ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ৩  

বন্দরে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেঁজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ আদমজীনগর। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্মপুর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে গাড়ী চালক জসিম উদ্দিন (৩০) একই এলাকার মৃত আবু তালেব ওরফে তারু মিয়ার ছেলে ফয়সাল হোসেন ওরফে ইমাম (২০) ও উক্ত এলাকার ওমর ফারুক মিয়ার ছেলে পিয়াস হোসেন (১৬)। 

গাঁজা উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করার ঘটনায় র‌্যাব-১১ আদমজীনগর এর জেসিও/ সুবেদার মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং -৩৩(১১)২৪। 

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ যুগিপাড়াস্থ আবুল হাসনাত জনি স মিলের সামনে  প্রাইভেটকার তল্লাশি করে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, র‌্যাব-১১ আদমজীনগর এর জেসিও/ সুবেদার মোঃ নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার সকালে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় টহল ডিউটি চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির উদ্দেশ্য ঢাকা গামী ঢাকা মেট্রো গ ৩৭-০৭০২ নাম্বারের একটি প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশ্য রওনা হচ্ছে। 

বিষয়টি র‌্যাব-১১ ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবগত করে সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে এসে উল্লেখিত প্রাইভেটকার তল্লাশি করে ২০  কেঁজি গাঁজা ওই ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

সম্পর্কিত বিষয়: