নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় আল মোস্তফা গ্রুপ নামে একটি শিল্প প্রতিষ্ঠানের বাউন্ডারির ভেতর ও একই এলাকার বিএনপি নেতা আব্দুর রউফ একই জায়গা নিজেদের দাবি করে একটি ঘর নির্মাণ করে দখলে নিয়েছে।
এ ঘটনায় উভয় গ্রুপ সোনারগাঁ থানা ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়েছে। কিন্তু প্রশাসনের নিরবতার কারণে দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এদিকে আল মোস্তফা গ্রুপের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, গত ২০১৬ সালে থেকে জমি খরিদ করে বাউন্ডারি করে ভেতরে মেঘনা স্টার ক্যাবল নামে কারখানা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসতেছে।
তবে বিএনপি নেতা আব্দুর রউফ কোম্পানীর বাউন্ডরির ভেতরে ৭শতাংশ জায়গা দাবি করে একটি ঘর নির্মাণ করে। জমি মালিক আব্দুর রউফ তার জায়গা বর্তমান বাজার মূল্য থেকে অধিক টাকা দাবি করে।
তিনি আরো জানান, বর্তমানে আব্দুর রউফ ও তার ছোট ভাই জলিল জায়গার ঝামেলা কে কেন্দ্র করে কোম্পানীর জায়গায় প্রধান ফটকের গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
এদিকে আষাড়িয়ারচর গ্রামের বিএনপি নেতা জলিল বলেন, আমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে একটি টিনের ঘর নির্মান করেছি। এই আল মোস্তফা গ্রুপ আমাদের গ্রামের অনেক নিরীহ মানুষের জায়গা-জমি দখল করে নিয়েছে। যে কোন মুর্হুতে ঐ এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকেই থানায় ডাকা হয়েছে।