নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

ঋণ পাওয়া প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে বন্দরে বাস আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫১, ২৫ নভেম্বর ২০২৪

ঋণ পাওয়া প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে বন্দরে বাস আটক

এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভনে বন্দর থেকে ঢাকায় যাওয়ার পথে স্থানীয়দের সহায়তায় ১০/১২ টি বাস আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর)  সকালে বন্দর থানার  দড়ি সোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ,  ইস্পাহানি ও কুড়িপাড়া এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িগুলোর বিষয়ে যাচাই বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।  

জানাগেছে, সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে “অহিংস গণঅভ্যূথান বাংলাদেশ” নামের একটি সংগঠন  কর্মসূচি আহ্বান করে। তাতে অংশগ্রহণের জন্য সংগঠনের কর্মীরা বন্দরের বিভিন্ন এলাকায় জড়ো হয়। তারা বাস যোগে ঢাকা যাওয়ার চেষ্টা করে।

লোকজন জড়ো হতে দেখে স্থানীয়রা বাসগুলো আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বাসগুলো আটক করে নেতাকর্মীদের বাড়ি ফিরিয়ে দেন। 

এছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে এমন আশংকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এসময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। 

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।

লিফলেটে লেখা ছিল- ‘কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। প্রচারে অধ্যাপক  এড. জিয়াউর রহমান ০১৭১১ ৫৪৩৪৩১, মাহবুবুল আসার চৌধুরী ১১৭১১-৭৩৪০১৫। ’

সম্পর্কিত বিষয়: