নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

ফতুল্লায় ১৬ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৮, ২৩ নভেম্বর ২০২৪

ফতুল্লায় ১৬ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ফতুল্লায় পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দল ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গার কাপড় জব্দ করেছে।

যার মধ্যে রয়েছে, ৫ হাজার ৩৩৮ টি শাড়ি, ১ হাজার ২৪৫ টি চাদর, ১৮৬ সেট থ্রি পিস ও ২৯ পিস লেহেঙ্গা। এ সময় ভারতীয় পন্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ এর চালককে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে  বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে।

ট্রাকটি তল্লাশি করে প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি, চাদর, থ্রি পিস, লেহেঙ্গা ও একটি ট্রাক জব্দ করা হয়।  

তিনি আরও জানান জব্দ করা মালামাল, ট্রাক ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়: