নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে বেপরোয়া সিএনজি কেড়ে নিল গৃহবধুর প্রাণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৯, ২৩ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে বেপরোয়া সিএনজি কেড়ে নিল গৃহবধুর প্রাণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজির বেপরোয়া গতির কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রুবি বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায়।

নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ির যাওয়ার উদ্দেশ্যে ভুলতা থেকে সিএনজি করে বিশনন্দী যাচ্ছিল। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি চালালে ওই নারী তাকে বার বার সর্তকতার সহিত আরও কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথার কোন কর্ণপাত না করে গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজিটি পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক দ্রুত থামানো চেষ্টা করলে সিএনজির ভেতর রডে সাথে রুবি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতম জখম হয়। এসময় তার মাথা থেকে রক্ষক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি অটো চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে ঘরমুখো যাত্রী সাধারণ। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন সিএনজি অটো চালক হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 


এদিকে স্থানীয়রা জানায়, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী প্রায় সকল সিএনজি চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নাই। বেপোরেয়া গতিতে সিএনজি চালিয়ে প্রতিনিয়ত যাত্রীদের জানমালের ক্ষতিসাধন করছে। কম গতিতে কিংবা ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলে চালকরা যাত্রীদের শারীরিক ও মানসিক আঘাত করতেও দ্বিধা করেনা। উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোন প্রদক্ষেপ না নেয়ার চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।