সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার হোটেল কক্স টুডে’র ৫১৭নং কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রবাড়ী এলাকার মোর্শেদা আক্তার (১৯) নামের এক নারীকে পুলিশ আটক করে। গ্রেপ্তারকৃত ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের অভিজাত হোটেল ‘দ্য কক্সটুডেতে’ অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তার ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা ও তারাবো পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটসহ রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হন। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যা জায়েদ আলী গ্রেফতার হয়ে জেলে রয়েছেন।