নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ফের হামলা ভাঙচুর, লুটপাট : নির্মাণ কাজে বাধা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ১৮ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ফের হামলা ভাঙচুর, লুটপাট : নির্মাণ কাজে বাধা 

সোনারগাঁয়ের কাঁচপুরে চাঁদার দাবিতে আবারও হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে ভুমিদস্যু শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খালপাড় এলাকায় মহসিন নামে এক ব্যবসায়ীর ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তবে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

এরআগেও ভুমিদস্যু শাহ আল ও তার সন্ত্রাসী বাহিনী চাঁদার দাবিতে জমি দখলের অপচেষ্টা চালিয়েছিলো। এসব ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের হলেও পুলিশ শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিস্ময় প্রকাশ করেন এলাকাবাসী বলেন শাহ আলম ও তার সহযোগীদের কারণে আতংতে দিনাতিপাত করতে হচ্ছে কখন নিজের জমিতে বাড়ি ঘর নিমার্ণ করে ওই চক্রের রোষানলে পড়তে হয়। 

জানা গেছে, ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মহসিন সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খালপাড় এলাকায় ১৬ শতাংশ নাল জমি কিনেন। পরে জমিতে বালু ভরাট করে সামনের অংশে দুটি টিনসেড ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। পরে তিনি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন।

অভিযোগ উঠেছে, জমিতে স্থাপনা নির্মাণ করার পর থেকে কাঁচপুর উত্তরপাড়া এলাকার মো: আক্কাছ আলীর ছেলে শাহ আলম জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে।  জমির মালিক মহসিনকে দিচ্ছে প্রাণ নাশের হুমকি। দাবি করছে মোটা অংকের অর্থ। 

জমির মালিক মহসিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শাহ আলমের নেতৃত্বে খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম ও জসিমসহ ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা জমির সামনের অংশে নির্মিত মূল ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

এসময় জমিতে নির্মিত দুটি ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংরক্ষিত রাখা আড়াই টন রড, সামারসিবল পাম্পের একটি মোটর, তিনশত ফুট পাইপ, একটি সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় বাড়ির নামফলক ভেঙ্গে ফেলে।

তার আগেও গত ৬ নভেম্বর গভীর রাতে শাহ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে মূল গেইটসহ দুইটি কক্ষের তালা ভেঙ্গে চেয়ার টেবিল, বৈদ্যুতিক পাখা ও জানালার গ্লাস ভাঙচুর করে। তার অগেও আরো দুবার হামলা চালিয়ে জমি দখলের অপচেষ্টা চালায় শাহ আলম চক্র। এসব ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে শাহ আলম জানায়, এ জমির ওয়ারিশদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। আমার জমিতে আমি গেছি।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপ-পরিদর্শক শাহাদাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পাইনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 
 

সম্পর্কিত বিষয়: