নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

মাদকের সঙ্গে জড়িতরা বিএনপির হলেও ব্যবস্থা নেয়া হবে : টিটু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ১৬ নভেম্বর ২০২৪

মাদকের সঙ্গে জড়িতরা বিএনপির হলেও ব্যবস্থা নেয়া হবে : টিটু

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, যে সমস্ত এলাকায় মাদকের আকরা আছে সেই সব এলাকায় আমরা মাদক বিরোধী প্রতিবাদ সভা করছি। আমাদের সাথে প্রশাসন রয়েছে, আপনারা শুধু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের পরিচয় গোপন রেখে কাজ করবো। 

আমরা নিজের হাতে আইন তুলে নিবো না, প্রশাসনকে জানাবো প্রশাসন তদন্ত করে যদি সুনির্দিষ্ট প্রমাণ পায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং করে মাদকের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের নিয়ে দল ভারি করার প্রয়োজন নেই। মাদকের সঙ্গে জড়িত আছে এমন লোক যদি বিএনপিরও হয় তবুও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (১৬ নভেম্বর) বিকালে কুতুবপুর ইউনিয়নের নুরবাগ এলাকায় সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের উদ্যোগে আয়োজন মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ-সব কথা বলেন। 

এসময় প্রতিবাদ সভায় নুরবাগ মাদ্রাসার সভাপতি সুলতান মাহমুদ মোল্লা'র সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন মো. আনোয়ার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাদবর, সহ-সভাপতি মো. দ্বিন ইসলাম দিলু, আক্তার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নামিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ-সভাপতি আক্তার মাহমুদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।