নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৭, ১৩ নভেম্বর ২০২৪

আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দু’টি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধিন দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি  আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছেন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বৈষম্যবিরোধী ছত্র-জনতার আন্দোলনের সময় দুজন নিহতের ঘটনায় আড়াইহাজার থানায় এবং ফতুল্লা থানায় দায়ের করা দু’টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আমরা রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম স্বপন  নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগ থেকে টানা চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ও ঘনিষ্ঠজন ছিলেন। সাবেক এমপি বাবুর আশীর্বাদেই স্বপন দুইবার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সব শেষ চলতি বছর সরকার পতন আন্দোলনের মাত্র মাসখানেক পূর্বে গত ২২ মে অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম স্বপন। 

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা অনুসন্ধান করছি।