বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে দুই দফা সন্ত্রাসী হামলা চালিয়ে সম্পা আক্তার (২৬) নামে এক গৃহবধূ বেদম ভাবে পিটিয়ে ও শ্লীতাহানি করে নগদ ৬৪ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে দেনাদার পলি আক্তার ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে।
রোববার (১০ নভেম্বর) বেলা ১২টায় ও সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার সময় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ চুনাভূরা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ স্বামী আল আমিন বাদী হয় সোমবার রাতে হামলাকারি সন্ত্রাসী সাইফুল, দেনাদার পলিসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ঘারমোড়া চুনাভূরা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ব্যবসায়ী আল আমিনের কাছ থেকে গত ৩ মাস পূর্বে ১ সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করবে বলে একই এলাকার কবির হোসেন মিয়ার স্ত্রী পলি আক্তার এনজিওর কিস্তি পরিশোধের কথা বলে নগদ ৪৭ হাজার টাকা ধার নেয়।
পরে দেনাদার পলি বেগম ব্যবসায়ী আলামিনের টাকা পরিশোধ না করে দীর্ঘ দিন ধরে নানাভাবে তালবাহানা করে আসছে। গত রোববার পাওনাদার আল আমিন দেনাদার পলি বেগমের কাছে পাওনা টাকা চাইলে ওই সময় দেনাদার টাকা না দিয়ে উল্টা পাওনাদারকে গালমন্দ করে।
এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় একই এলাকার কবির হোসেন মিয়ার স্ত্রী দেনাদার পলি বেগম ও তার সন্ত্রাসী ছেলে সাইফুল একই এলাকার শেখ আহাম্মদ মিয়ার ছেলে মামুন তার ছোট বোন শাকিন বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পাওনাদার আলামিনের বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা পাওনাদারের আলমারিতে রক্ষিত নগদ ৬৪ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। ওই সময় ব্যবসায়ী আলামিন বাড়িতে না থাকায় তার স্ত্রী সম্পা আক্তার হামলাকারিদের বাধা দিলে ওই সময় উল্লেখিতরা গৃহবধূ সম্পা আক্তারকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে শ্লীতাহানি করে।