নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

বন্দরে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ মাছুমের বিরুদ্ধে 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৪, ১০ নভেম্বর ২০২৪

বন্দরে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ মাছুমের বিরুদ্ধে 

বন্দরে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ভূয়া আদম বেপারী মাছুম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগীর স্ত্রী লাবনী বেগম বাদী হয়ে রোববার (১০ নভেম্বর)  দুপুরে ভূয়া আদম বেপারীকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও বাদিনী সূত্রে জানা গেছে,  বন্দর থানার উত্তর কলাবাগ এলাকার বাসিন্দা আব্দুর রহমান পেশায় একজন দিনমজুর। এ সুবাদে বন্দর স্বল্পের চক এলাকার জজ মিয়ার ছেলে মাছুম মিয়া  দীর্ঘ দিন ধরে আমার স্বামীকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ভিয়েতনাম পাঠানোর নাম করে

গত ৯ সেপ্টেম্বর আমাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে  নেয়। পরবর্তী গত ১৬ সেপ্টেম্বর আমার স্বামী আব্দুর রহমান প্রবাসে যাওয়ার সময় আদম বেপারী মাসুমকে আরো ১ লাখ টাকা প্রদান করে। আমার স্বামী প্রবাসে যাওয়া পর জানতে পারে প্রতারক আদম বেপারী আমার স্বামীকে টুরিস্ট ভিসা দিয়েছে।

তার সাথে ২ বছরের কোম্পানি ভিসা নিয়ে যাওয়ার চুক্তি হয় আমাদের। প্রতারক আদম বেপারী আমার স্বামীকে  বিদেশ নিয়ে গিয়ে কোন প্রকার কাজ না দিয়ে থাকা খাওয়ার কষ্ট দিয়ে আসছিল। টুরিস্ট ভিসার মেয়াদ ছিল মাত্র ১১ দিন।  টুরিস্ট ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে বর্তমানে আমার স্বামী অবৈধ ভাবে উল্লেখিত দেশে লুকিয়ে আছে।

এ ঘটনায় আমি আমার স্বামীকে দেশে ফেরৎ আনতে চাইলে প্রতারক আদম বেপারী মাছুম আমার নিকট ১ লাখ টাকা দাবি করে। এর সূত্রধরে গত ৭ নভেম্বর সকাল ৯টায় আমি আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনতে বললে উল্লেখিত প্রতারক আদম বেপারী আমার নিকট পুনরায় ১ লাখ টাকা দাবি করে।

আমি টাকা দিতে পারব না বলে জানালে প্রতারক আদম বেপারী ক্ষিপ্ত হয়ে  আমাকে ও আমার শ্বাশুড়ীকে অকথ্য ভাষায় গালাগালি করে নানা ভাবে হুমকি প্রদান করে।  

এ ব্যাপারে আমি  ন্যায বিচারের আশায় ভূয়া আদম বেপারী মাছুমের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ দায়ের করি।
 

সম্পর্কিত বিষয়: