নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের কর্মসূচী ঘিরে নাশকতা এড়াতে

সোনারগাঁয়ে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৭, ১০ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের কর্মসূচী ঘিরে নাশকতা এড়াতে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

 

 রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা  অবস্থান নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ জেলা যুবদলের জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে মোগরাপাড়া মসজিদ থেকে শুরু করে মারীখালি সেতু হয়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

 

এসময় এক পথসভায় নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগ ফের দেশে নৈরাজ্য তৈরী করতে কর্মসূচী দিয়েছে। কর্মসূচীর মাধ্যমে তারা দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। বিএনপি তাদের এ স্বপ্ন পূরন করতে দিবে না। কেউ যদি নাশকতা সৃষ্টি করতে চায় তাহলে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম সহ সভাপতি নজরুল ইসলাম টিটু,নারায়ণগঞ্জ জেলা যুবদলের জৈষ্ঠ্য যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,ক্রিয়া বিষয়ক সম্পাদক আবদুল করিম,সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ সহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।