নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

বন্দরে পুকুরে ঝাঁপ দিয়েও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পায়নি ব্যবসায়ী সাহাদাত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ৯ নভেম্বর ২০২৪

বন্দরে পুকুরে ঝাঁপ দিয়েও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পায়নি ব্যবসায়ী সাহাদাত

বন্দরে পুকুরে ঝাঁপ দিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি সাহাদাত হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ী।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পূর্বে দাশেরগাঁও মীর পোল্ট্রি ফার্মের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী সাহাদাত হোসেন বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার শাহআলম মিয়ার ছেলে।

আহত ব্যবসায়ী সাহাদাত হোসেন জানান, গজারিয়া ইলাস্টিক কোম্পানির গাড়ী লোড করার সময়  ভূমিদস্যু, মারামারি, জবরদখলসহ বহু মামলার আসামী বুলবুল, হারুন অর রশিদ, মামুনসহ ৬/৭ জন সন্ত্রাসী ধারালো ছুরি নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর অর্তকিত হামলা চালায়।  

ওই সময় আমি  প্রান রক্ষার্থে পুকুরে ঝাঁপ দিলে হামলাকারিরা পুকুরে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আমাকে পুকুর থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর কর আমার সাথে থাকা স্কাপ লোডের প্রায় সাড়ে ৬ লাখ টাকা, মোবাইল সেট নিয়ে যায়।  

ওই সময়  আমার চিৎকারের শব্দ পেয়ে  এলাকার লোকজন এগিয়ে আসলে ওই সময় উল্লেখিতরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে হামলাকারিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগের প্রেক্ষিতে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

এলাকাবাসী জানিয়েছে, বন্দরে বহু অপকর্মে হোতা  বুলবুল বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে  দাঁশেরগাও এলাকাবাসী। ৫ আগস্টের পর থেকে বুলবুল বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠে।

এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসী বুলবুল বাহিনীর অনৈতিক কর্মকান্ড বন্ধসহ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।