নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

সমাজকে ভালো করতে মসজিদ ও মাদ্রাসা মূখী হতে হবে : মাজেদুল  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৩, ৮ নভেম্বর ২০২৪

সমাজকে ভালো করতে মসজিদ ও মাদ্রাসা মূখী হতে হবে : মাজেদুল  

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি সমাজে কার কতো টাকা আছে, কার পেশিশক্তি বেশি তারাই মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আসলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে তাদের কে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক করা উচিৎ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে জালকুড়ি দক্ষিনপাড়া বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্নে গাউসুল আযম হযরত রড়পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) এর স্বরনে জালকুড়ি কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় জালকুড়ি দক্ষিনপাড়া এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে ১৫তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আসলে আমরা এ কাজ গুলা করি না।  তার কারন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পরি আমরা একটু গরিব ও মধ্যম শ্রেনির লোক , যার কারনে অনেকে আমাদের পছন্দ করে না। না করার কারন আমরা অতো টাকা পয়সা দিয়ে মসজিদ, মাদ্রাসায় সহযোগিতা করতে পারতাম না। এটা কি ঠিক। ঠিক না। 

সুতরাং এই সমাজটা কে ভালো করতে হলে, আমাদের সন্তানদের ভালো করতে হলে আমাদের মসজিদ ও মাদ্রাসা মূখী হতে হবে। এবং কিভাবে চলাফেরা করলে মানুষের সাথে আচার ব্যবহার করলে মানুষ খুশি হবে এবং আল্লাহ খুশি হবে  ঐভাবে আমাদের চলতে হবে।

ভালো কাজের পক্ষে আমি আপনাদের পাশে আছি থাকব, এলাকার যে কোন উন্নয়নে আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।

বাইতুল আতিক জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহাজাদা দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি এ্যাড মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, উমর আলী, হাজী সুরুজ, শাহ-জাহান, আরিফ সাউদ, আফজাল হোসেন, আলী হোসেন, জামান বক্স ও হয়দার আলী প্রমূখ।  

এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতী আহসান উল্লাহ নেসারী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশেকী, হযরত মাওলানা হাফেজ ক্বারী সালাউদ্দিন কুতুবী, হযরত মাওলানা মুফতী বেলাল আহমদ। মাহফিল পরিচালনা করেন ফয়সাল মাহমুদ আশেকী। 
 

সম্পর্কিত বিষয়: