নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অগ্নিকান্ড, নৌ দূর্ঘটনা ও বন্যা সহ যে কোন দূর্যোগ স্থানীয়ভাবে যাতে মোকাবেলা করা যায় সেই লক্ষ্যে ৮০ জন স্বেচ্ছাসেবককে ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থী, তরুণ তরুণী ও যুব সমাজের মধ্য থেকে এই ৮০ জন স্বেচ্ছাসেবক কর্মীকে বাছাই করে দুই ব্যাচে তিনদিন করে ছয়দিন প্রশিক্ষণ দেয়া হয়।
সংগঠনটির আয়োজনে রোববার (৩ নভেম্বর) বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে ভয়েস অফ ভলান্টিয়ার অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এই স্বেচ্ছাসেবক কর্মীদের মধ্যে পরিচয়পত্র ও সনদপত্র বিতরণ করেন ফায়ার সার্ভিসের সোনারগাঁ জোন কর্তৃপক্ষ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত লেখক, সাংবাদিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের (জোন-২) উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, "বাংলাদেশে যেভাবে দূর্যোগ হচ্ছে তা মোকাবেলা করতে আমাদের এই জনবল দিয়ে সম্ভব না। তাই সরকারের সাথে ও আমাদের জোনের বিভিন্ন স্বেচ্ছেসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা দক্ষ ভলান্টিয়ার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।
যাতে বিভিন্ন দূর্যোগে তাদের মাধ্যমে জনগণকে আমরা আরও বেশি এবং উন্নত সেবা দিতে পারব।" সেই লক্ষ্যেই আমরা সোনারগাঁয়ে দুই ব্যাচে ৮০ জনকে প্রশিক্ষণ দয়ে দক্ষ ভলান্টয়ার হিসেবে গড়ে তুলেছি"।
তিনি জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি সহ সাংগঠনিক দক্ষতা অর্জন করে তারা উপযুক্ত কর্মী হিসেবে গড়ে উঠেছে। এখন থেকে তারা নিজেরাই যে কোন দূর্যোগ প্রাথমকিভাবে মোকাবেলা করতে সক্ষম। তারই স্বীকৃতিস্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত এই স্বেচ্ছাসেবক কর্মীদের ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার হিসেবে পরিচয়পত্র ও সনদ দেয়া হয়েছে।
আগামী এক মাসের মধ্যে তাদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও প্রযুক্তিগত প্রশিক্ষণও প্রদান করা হবে। পর্যায়ক্রমে এই জোনের প্রতিটি ইউনয়নে এভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ স্বেচ্ছাসেবী দল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত ভলান্টিয়ারদের উদ্দেশ্যে তিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, "আপনারা যেখানে দূর্যোগ দেখবেন সেখানেই জনগণেরস সেবায় ঝাঁপিয়ে পড়বেন। যখনই কোথাও অগ্নি দূর্ঘটনা ঘটবে আপনারা যদি সাথে সাথে সেখানে মুভ করেন তাহলে আগুন ফিফটি পার্সেন্ট নিয়ন্ত্রনে চলে আসবে।
তাই আপনারা এখন থেকেই প্রশিক্ষণকে ব্যবহার করবেন। নিজ এলাকার মানুষদের সচেতন করবেন। আমাদের যেসব আধুনিক ইকুইপমেন্ট আছে সেগুলো কিভাবে যথাযথ ব্যবহার করতে হয় সে বিষয়েও আমরা আপনাদের আরও কয়েকটি প্রশিক্ষণ দেবো। আমরা যদি আপনাদের এসব প্রযুক্তিগত প্রশিক্ষণ দিতে পারি তাহলে ফায়ার সার্ভিসের কাজের গতি এবং সেবার মান আরও বাড়বে"।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইনের সভপতিত্বে স্বেচ্ছাসেবী সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ারদের পরিচয়পত্র ও সনদপত্র বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যতিমান লেখন ও গবেষক ড. মো: সেলিম রেজা। উদ্বোধক ছিলেন স্থানীয় বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম, সোনারগাঁ স্টেসন অফিসার সুজন হালদার প্রমুখ।