নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৫৪, ৩১ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুই ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুই ভাইয়ের পর বাবা ও ছোট বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ও গত বুধবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মঙ্গল মিয়া। নিহতরা হলেন অগ্নিদগ্ধ নিহত দুই ভাইয়ের বাবা বাবুল (৪৫) ও ছোট বোন তাসলিমা (১২)। 

নিহতদের ভাই মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলি, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা, ও মুন্নী দগ্ধ হয়। 

মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। পরে গত বুধবার বিকেলে ভাতিজি তাসলিমা মারা যায়। বৃহস্পতিবার সকালে আমার ভাই বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

ভাই, ভাতিজি, ভাতিজাদের হারিয়ে পুরো পরিবার ও স্বজনরা হতভম্ব হয়ে আছেন। বাকি দুইজনের অবস্থাও সংকটাপন্ন। নিহতদের মরদেহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেলের পর তাদের বাবা বাবুল ও ছোট বোন তাসলিমাার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।