নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৮, ২৯ অক্টোবর ২০২৪

কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৪০ ভরি স্বর্ণালংকার লুট 

সোনারগাঁয়ের কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর  ৪০ ভরি স্বর্ণালংকার লুটে করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।

সোমবার (২৮ অক্টোবর)  রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রীজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বর্ণ ব্যবসায়ী  চন্দন রায় (৫৩) তিনি চট্রগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।

ব্যবসায়ী চন্দন রায় জানান,  ঢাকা তাঁতী বাজার থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার আমদানী করে গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সায়দাবাদ থেকে চট্রগ্রাম উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে উঠেন। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে আমাকে বাস থেকে নামিয়ে একটি নোয়া গাড়িতে তুলে নিয়ে যায়।  

গাড়িতে তুলে ৪ টি নতুন গামছা দিয়ে মুখ চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে  লাঙ্গলবন্দ ব্রীজের ডালে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান,  ঘটনাস্থল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা। এ ঘটনায় মামলা সোনারগাঁও থানায় হবে ।