নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

বন্দরে মাদকে ভাসছে ফুলহর ও মুরাদপুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ২৮ অক্টোবর ২০২৪

বন্দরে মাদকে ভাসছে ফুলহর ও মুরাদপুর

বন্দরের মদনপুর ফুলহরের মাদক সম্রাজ্ঞী হাফেজা ও মাদক সম্রাট মহিউদ্দিনের মাদকের থাবায় ধবকংসের মুখে যুব সমাজ। সম্প্রতি মাদক সম্রজ্ঞাী হাফেজার বাড়িতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করে এবং হাফেজাকে পুলিশে দেন।

গত ৪ দিন আগে বের হয়ে আবারো হাফেজা ও তার স্বামী রমু মিয়া মুরাদপুর ব্রীজের সংলগ্ন লতিফের দোকানে বসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক বিক্রি করে যাচ্ছে। গত রবিবার স্থানীয় সার্ভেয়ার তাদেরকে মাদক ব্যবসায় বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে হাফেজার স্বামী রমু (৫৫), হাফেজার দেবর মহিউদ্দিন (৪৮), রহিম উদ্দিন (৫২) এবং হাফেজার ২ পুত্র হৃদয় (৩০) ও রিফাত (২৫) সহ তাদের সহযোগী ২০/২৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সার্ভেয়ারকে ধাওয়া করে।

এ বিষয়য়ে এলাকাবাসী জানান, সম্রাজ্ঞী হাফেজা ও রমুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ফুলহরের শনি ফকিরের কবরকে মাজার হিসেবে আখ্যা দিয়ে দীর্ঘ দিন যাবত মাদকের রমরমা ব্যবসায় মেতে উঠেন শনি ফকিরের ছেলে মহিউদ্দিন ও তার স্ত্রী নাছিমা। সম্প্রতি ছাত্ররা  শনি ফকিরের বাড়ি থেকেও মাদক উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, মহিউদ্দিন মাদক সম্রাট হিসেবে এলাকায় পরিচিত। মহিউদ্দিনের পরিবার মাদক ব্যবসায় হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, ধ্বংস হচ্ছে যুব সমাজ ও শত শত অসহায় পরিবার। এসকল মাদক ব্যবসায়ীদের পিছনে ক্ষমতাবান কিছু ব্যক্তি রয়েছে শেল্টার দাতা হিসেবে।

স্থানীয়রা আরো জানান, সিএনজি চালক কবির (ফুলহর হবু মিয়ার ছেলে) তার মাধ্যমে মাদক ফেরী করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এসকল মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

সম্পর্কিত বিষয়: