নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৩, ২৩ অক্টোবর ২০২৪

বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের এক দারোগাকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে অপহরণকারীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়নের কেওঢালা গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত দারোগার নাম ফাইয়াত উদ্দিন রক্তিম। তিনি স্থানীয় ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে রয়েছেন। আহতকে গুরুতর অবস্থায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নং- ৩০(১০)২৪। 

ঘটনার সত্যতা স্বীকার বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের কেওঢালা ভাঙ্গাব্রীজ এলাকায় এসআই শামসুল হক সরদারের নেতৃত্বে ধামগড় ও কামতাল পুলিশ ফাঁড়ির একটি টিম মামলা নং ৩০(১০)২৪ এর ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে তারা ভিকটিম কদও (৫৫), রুমান (১৮) ও রুহান (১৬) কে উদ্ধারসহ আসামী মাঈন উদ্দিন,কালাম মোক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ ভ্যানে উঠাতে গেলে আসামীদের সহযোগী অজ্ঞাত ৩০/৪০ জন জড়ো হয়ে পুলিশের পিকআপ ভ্যানে হামলা করে এবং আসামিদের ছিনিয়ে নেয়। 

আসামি ছিনিয়ে নেওয়ার সময় হামলাকারীরা এসআই ফাইয়াত উদ্দিন রক্তিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত এসআই ফাইয়াত উদ্দিন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

সম্পর্কিত বিষয়: